সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবা সেবাগ্রহীতাদের অবহিতকরণ সভা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অন্যতম একটি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস, দিনাজপুর। চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হিসাবে এখানে ১৯৮৩ সাল থেকে চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী এবং দক্ষ কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে তেজস্ক্রিয় ঔষধ ব্যবহার করে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে আসছে। পরমাণু শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার না করে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে ব্যবহার করাই পরমাণু চিকিৎসার মূল উদ্দেশ্য। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনশক্তি দ্বারা সু-সজ্জিত এ ইনস্টিটিউটটি আগত রোগীদের বিভিন্ন প্রকার রোগের সেবা প্রদান করছে।